শিখাইয়া পিরিতি করিলো ডাকাতি
ভুলিয়া রইয়াছে আমায় সখী
কি করি উপায়
শিখাইয়া পিরিতি করিলো ডাকাতি
ভুলিয়া রইয়াছে আমায় সখী
কি করি উপায়
♪
সে ভুলে রয়েছে, আমার মনে আছে
আমি যে ভুলিতে পারি না হায়
পাষাণে বাঁধিবে, নিষ্ঠুর সাজিবে
সরল গরল এত ছলনা
যদি তুমি জানো, বন্ধুয়ারে আনো
যদি তুমি জানো, বন্ধুয়ারে আনো
নইলে প্রাণ রাখা দায়, সখী রে
কি করি উপায়
শিখাইয়া পিরিতি করিলো ডাকাতি
ভুলিয়া রইয়াছে আমায় সখী
কি করি উপায়
♪
যদি গো এমন ছিল বন্ধুর মন
তবে কেন ভবে দিল আসিতে
বাঁচা মরার সময় ভরিয়া দু'নয়ন
তবে পারলাম না তারে দেখিতে
বুকে মারো ছুরি, যাই প্রাণে মরি
বুকে মারো ছুরি, যাই প্রাণে মরি
খবর জানাইয়ো মতুরাই, সখী রে
কি করি উপায়
শিখাইয়া পিরিতি করিলো ডাকাতি
ভুলিয়া রইয়াছে আমায় সখী
কি করি উপায়
♪
বলে আমিরুদ্দিন, পাইবো একদিন
বুঝিবে সেই দিন বিচারকালে
তাড়াহুড়া বুঝি না, তোমারে করি মানা
বান্ধিয়া রাইখো ঐ তামাম ডালে
আমায় নিয়ো খুলে প্রাণনাথ আসিলে
আমায় নিয়ো খুলে প্রাণনাথ আসিলে
ফেলে দিয়ো বন্ধুয়ারই পায়, সখী রে
কি করি উপায়
শিখাইয়া পিরিতি করিলো ডাকাতি
ভুলিয়া রইয়াছে আমায় সখী
কি করি উপায়
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri