মনের বাগানে ফুটিলো ফুল রে রসিক ভ্রমর আইলো না ফুলের মধু খাইলো না মনের বাগানে ফুটিলো ফুল রে রসিক ভ্রমর আইলো না ফুলের মধু খাইলো না ♪ পিরিতের এত জ্বালা, বন্ধুয়া না জানে রে ♪ পিরিতের এত জ্বালা, বন্ধুয়া না জানে রে বনের পাখি যদি হইতাম, উড়িয়া যাইতাম কাছে রে প্রেমিক ছাড়া মনের কথা রে প্রেমিক ছাড়া মনের কথা রে সকলে তো বোঝে না ফুলের মধু খাইলো না মনের বাগানে ফুটিলো ফুল রে রসিক ভ্রমর আইলো না ফুলের মধু খাইলো না ♪ মাঝি থাকিলে কূলেতে বসিয়া ভাটায় নৌকা চলে না ♪ মাঝি থাকিলে কূলেতে বসিয়া ভাটায় নৌকা চলে না প্রেমের সাগরে মাঝি না থাকিলে একলা জীবন কাটে না নারীর যৌবন জোয়ারের পানি রে নারীর যৌবন জোয়ারের পানি রে আজ আছে, কাল থাকে না চিরজীবন থাকে না মনের বাগানে ফুটিলো ফুল রে রসিক ভ্রমর আইলো না ফুলের মধু খাইলো না মনের বাগানে ফুটিলো ফুল রে রসিক ভ্রমর আইলো না ফুলের মধু খাইলো না