শিখাইলা পিরিতি তুমি, বুঝাইলা প্রেমের ঢং চাইনি পেতে এই আমি কষ্টের আছে যত রং তবে কেন দিলে জ্বালা? তবে কেন দিলে জ্বালা? কাটিবে না পিরিতির নেশা – কাটিবে না পিরিতির নেশা, এ কেমন পিপাসা? ও, এ কেমন পিপাসা? ♪ দুঃখ যদি হইতো তোমার বুঝতা তার মানে শুকতারা নিইভ্যা গেসে, হায়, মনের আসমানে ♪ দুঃখ যদি হইতো তোমার বুঝতা তার মানে শুকতারা নিইভ্যা গেসে, হায়, মনের আসমানে তবে কেন দিলে জ্বালা? তবে কেন দিলে জ্বালা? কাটিবে না পিরিতির নেশা – কাটিবে না পিরিতির নেশা, এ কেমন পিপাসা? ও, এ কেমন পিপাসা? ♪ মনের মানুষ বুঝে না রে মনের ব্যথা কষ্ট আমার কাটা ঘায়ে, পারি না সইতে ব্যথা ♪ মনের মানুষ বুঝে না রে মনের ব্যথা কষ্ট আমার কাটা ঘায়ে, পারি না সইতে ব্যথা তবে কেন দিলে জ্বালা? তবে কেন দিলে জ্বালা? কাটিবে না পিরিতির নেশা – কাটিবে না পিরিতির নেশা, এ কেমন পিপাসা? ও, এ কেমন পিপাসা?