Kaya - Shona Bondhey - Version 1 şarkı sözleri
Sanatçı:
Kaya
albüm: Maya
ওই শোনা যায় শ্যামের বাঁশির ধ্বনি লো
সোনাবন্ধে লইয়া যায় পরানি
ওই শোনা যায় শ্যামের বাঁশির ধ্বনি লো
সোনাবন্ধে লইয়া যায় পরানি
সোনাবন্ধে লইয়া যায় পরানি গো
সোনাবন্ধে লইয়া যায় পরানি
ওই শোনা যায় শ্যামের বাঁশির ধ্বনি লো
সোনাবন্ধে লইয়া যায় পরানি
♪
যখন বন্ধের বাঁশি মারে টান
কাঙ্খেতে কলসি আমার বুকে দিলাম বান
যখন বন্ধের বাঁশে মারে টান
কাঙ্খেতে কলসি আমার বুকে দিলাম বান
হায় গো কাঙ্খের কলসি ভূমিত থুইয়া
বন্ধের বাঁশির গান শুনি
সোনাবন্ধে লইয়া যায় পরানি
ওই শোনা যায় শ্যামের বাঁশির ধ্বনি লো
সোনাবন্ধে লইয়া যায় পরানি
♪
হায় গো না জানি তার মনের কল্পনা
নাম ধরিয়া বাজায় বাঁশি করলো দেওয়ানা
হায় গো না জানি তার মনের কল্পনা
নাম ধরিয়া বাজায় বাঁশি করলো দেওয়ানা
হায় গো মনে লয় তার সঙ্গে যাইতাম
দাসী বানায় নিবো নি
সোনাবন্ধে লইয়া যায় পরানি
ওই শোনা যায় শ্যামের বাঁশির ধ্বনি লো
সোনাবন্ধে লইয়া যায় পরানি
♪
হায় গো কামনদীর বিষম যন্ত্রণা
সাধ মিটাইয়া বন্ধের সাথে মিলতেও দিলো না
হায় গো কামনদীর বিষম যন্ত্রণা
সাধ মিটাইয়া বন্ধের সাথে মিলতেও দিলো না
ফকির ওয়াহিদ বলে ডুব নাই দিলি
বিষ খাইলে মরমু নি
সোনাবন্ধে লইয়া যায় পরানি
ওই শোনা যায় শ্যামের বাঁশির ধ্বনি লো
সোনাবন্ধে লইয়া যায় পরানি
সোনাবন্ধে লইয়া যায় পরানি গো
সোনাবন্ধে লইয়া যায় পরানি
সোনাবন্ধে লইয়া যায় পরানি
সোনাবন্ধে লইয়া যায় পরানি
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri