Kishore Kumar Hits

Kaya - Kuhu Shurey Moner Agun şarkı sözleri

Sanatçı: Kaya

albüm: Maya


আমার কি সুখে যায় দিন রজনী
কেউ জানে না...
কুহু সুরে মনের আগুন
আর জ্বালাইও না
ও আমার প্রান বন্ধুয়ার তুলনা নাই
বলিরে তোরে
দেশ বিদেশে থাকো কোকিল
চিনোনি তারে
সে আমার হৃদয়েরই ধন
সে ছাড়া অসহায় হইয়া ঝরে দু' নয়ন
কোকিল যারে চাহে মন
একা একা
একা একা থাকা আমার ভালো লাগেনা
কুহু সুরে মনের আগুন
আর জ্বালাইও না
আমার কি সুখে যায় দিন রজনী
কেউ জানে না...
কি সুখে যায় দিন রজনী
কেউ জানে না...
কুহু সুরে মনের আগুন
আর জ্বালাইও না
কুহু সুরে মনের আগুন
আর জ্বালাইও না
(আর জ্বালাইও না)
বুকে জ্বলে ধিকি ধিকি
পিরিতের অনল
সপ্ত সাগরের জলেও হবেনা শীতল
বুকে জ্বলে ধিকি ধিকি
পিরিতের অনল
সপ্ত সাগরের জলেও হবেনা শীতল
ঐ যে বসন্ত ফাগুন
কুকিলার কুহু সুরে বুকে ধরে ঘুন
বন্ধু হইলো নিদারুন
আসিবে বলিয়ে গেলো ফিরে এলো না
আসিবে বলিয়ে গেলো ফিরে এলো না
কুহু সুরে মনের আগুন
আর জ্বালাইও না
মনের মানুষ বিনে আমি
কেমনে রই একা
ধরিয়া বান্ধিয়া যৌবন যায়নি রে রাখা?
মনের মানুষ বিনে আমি
কেমনে রই একা
ধরিয়া বান্ধিয়া যৌবন যায়নি রে রাখা?
কোকিল আমার উপায় বল
প্রাণ বন্ধুয়ার খবর জানলে আমায় নিয়া চল
আমি যার নামের পাগল
আমিরুউদ্দিন শুধু মাত্র বন্ধুর দিওয়ানা
আমিরুউদ্দিন শুধু মাত্র বন্ধুর দিওয়ানা
কুহু সুরে মনের আগুন
আর জ্বালাইও না
আমার কি সুখে যায় দিন রজনী
কেউ জানে না...
আমার কি সুখে যায় দিন রজনী
কেউ জানে না...
কুহু সুরে মনের আগুন
আর জ্বালাইও না
কুহু সুরে মনের আগুন
আর জ্বালাইও না
কুহু সুরে মনের আগুন
আর জ্বালাইও না
কুহু সুরে মনের আগুন
আর জ্বালাইও

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar