তুমি নেই, ভালোবাসা নেই কোনো কথা নেই এই জীবনে তুমি নেই, ভালোবাসা নেই কোনো কথা নেই এই জীবনে ফুল ফোটা কোনো ভোরও নেই ফুল ফোটা কোনো ভোরও নেই আছে শুধু স্মৃতি স্বপনে তুমি নেই, ভালোবাসা নেই কোনো কথা নেই এই জীবনে ♪ রাত্রি আমার কাঁদে একা ♪ রাত্রি আমার কাঁদে একা খোঁজে তোমায়, পায় না দেখা ঝড়ো হাওয়ায় নিয়ে যেতে চায় ঝড়ো হাওয়ায় নিয়ে যেতে চায় শুধু আমায় ডাকে কোন মরণে তুমি নেই বলে এই জীবনে তুমি নেই, ভালোবাসা নেই কোনো কথা নেই এই জীবনে তুমি নেই, ভালোবাসা নেই কোনো কথা নেই এই জীবনে ♪ তোমার দেওয়া সেই বকুল মালা ♪ তোমার দেওয়া সেই বকুল মালা বুকে আমার আজ বাড়ায় জ্বালা পলাশ রাঙা সেই হারানো দিন পলাশ রাঙা সেই হারানো দিন তবু আমায় ডাকে মৃদু চরণে তুমি নেই বলে এই জীবনে তুমি নেই, ভালোবাসা নেই কোনো কথা নেই এই জীবনে তুমি নেই, ভালোবাসা নেই কোনো কথা নেই এই জীবনে ফুল ফোটা কোনো ভোর নেই ফুল ফোটা কোনো ভোর নেই আছে শুধু স্মৃতি স্বপনে তুমি নেই, ভালোবাসা নেই কোনো কথা নেই এই জীবনে তুমি নেই, ভালোবাসা নেই কোনো কথা নেই এই জীবনে