এই জীবন তো ফুরিয়ে যাবে ভালোবাসা জেগে রবে এই জীবন তো ফুরিয়ে যাবে ভালোবাসা জেগে রবে এই মানুষকে ভালোবেসে অম্লান হয়ে রবে এই জীবন তো ফুরিয়ে যাবে ভালোবাসা জেগে রবে এই জীবন তো ফুরিয়ে যাবে ভালোবাসা জেগে রবে ♪ তোমারই প্রেম দিও পৃথিবীরে তোমারই সুর দিও মানুষেরে এই তো সাধনা তোমারই প্রেম দিও পৃথিবীরে তোমারই সুর দিও মানুষেরে এই তো সাধনা পৃথিবীর খেলা শেষ হয়ে গেলে জীবনের মেলা ফুরিয়ে গেলে সময় তো ফিরে পাবে না এই জীবন তো ফুরিয়ে যাবে ভালোবাসা জেগে রবে এই জীবন তো ফুরিয়ে যাবে ভালোবাসা জেগে রবে ♪ তোমার গান পৃথিবীকে দিলে তোমার প্রাণ মানুষের তরে এই তো কামনা তোমার গান পৃথিবীকে দিলে তোমার প্রাণ মানুষের তরে এই তো কামনা আঁধারে মেলা পেরিয়ে গেলে জীবনের আলো তুমি খুঁজে পেলে তুমি হবে স্বর্গ-ছেড়া ফুল এই জীবন তো ফুরিয়ে যাবে ভালোবাসা জেগে রবে এই জীবন তো ফুরিয়ে যাবে ভালোবাসা জেগে রবে এই মানুষকে ভালোবেসে অম্লান হয়ে রবে এই জীবন তো ফুরিয়ে যাবে ভালোবাসা জেগে রবে এই জীবন তো ফুরিয়ে যাবে ভালোবাসা জেগে রবে