ও বনলতা, তুমি যে কোথায় ও বনলতা, তুমি যে কোথায় কেবল আনন্দের আনন্দ রূপসী বাংলা, রূপের বাহার পাই না যে খুঁজে তোমায় ও বনলতা, তুমি যে কোথায় ও বনলতা, তুমি যে কোথায় ♪ সেই চোখ নেই, দেবে ভরসা পথহারা পাবে পথের দিশা সেই চোখ নেই, দেবে ভরসা পথহারা পাবে পথের দিশা দুজনে মুখোমুখি, আমার সুখে সুখী কোথায় যে পাবো তোমায় ও বনলতা, তুমি যে কোথায় ও বনলতা, তুমি যে কোথায় ♪ সেই মন আর কেন যে পাই না পথে নেমে পথ তো ফুরায় না সেই মন আর কেন যে পাই না পথে নেমে পথ তো ফুরায় না দুজনে মুখোমুখি, পথের দুখে দুখী কোথায় যে পাবো তোমায় ও বনলতা, তুমি যে কোথায় ও বনলতা, তুমি যে কোথায় কেবল আনন্দের আনন্দ রূপসী বাংলা, রূপের বাহার পাই না যে খুঁজে তোমায় ও বনলতা, তুমি যে কোথায় ও বনলতা, তুমি যে কোথায় ও বনলতা, তুমি যে কোথায় ও বনলতা, তুমি যে কোথায় ও বনলতা, তুমি যে কোথায়