এই ভালোবাসা যে আলো আশা দিয়ে গেল জীবনে, সুরে সুরে এই গানে দিয়ে গেল জীবনে, সুরে সুরে এই গানে সে আশা যে হতে চায় বারে বারে গানেরই ভাষা, ও এই ভালোবাসা যে আলো আশা দিয়ে গেল জীবনে, সুরে সুরে এই গানে দিয়ে গেল জীবনে, সুরে সুরে এই গানে সে আশা যে হতে চায় বারে বারে গানেরই ভাষা, ও ♪ যত ভাবি আমি দূরে থাকবো সরে তত বেশি যেন কাছে আসি কবে বুঝবে তুমি এই মনের কথা কবে বলবে বলো "ভালোবাসি"? যত ভাবি আমি দূরে থাকবো সরে তত বেশি যেন কাছে আসি কবে বুঝবে তুমি এই মনের কথা কবে বলবে বলো "ভালোবাসি"? কথা দিতে পারি আমি যে তোমারই কখনো হবো না সাথিহারা এই ভালোবাসা যে আলো আশা দিয়ে গেল জীবনে, সুরে সুরে এই গানে দিয়ে গেল জীবনে, সুরে সুরে এই গানে সে আশা যে হতে চায় বারে বারে গানেরই ভাষা ♪ আজও স্বপ্ন হয়ে আছো দু'চোখ জুড়ে কবে সত্যি হয়ে ধরা দেবে? প্রাণে জাগে আশা, ওগো ভালোবাসা কবে মনের ডাকে সাড়া দেবে? আজও স্বপ্ন হয়ে আছো দু'চোখ জুড়ে কবে সত্যি হয়ে ধরা দেবে? প্রাণে জাগে আশা, ওগো ভালোবাসা কবে মনের ডাকে সাড়া দেবে? রাগে অনুরাগে ভাবি যে তোমাকে নিজেকে ভাবি না তুমি ছাড়া এই ভালোবাসা যে আলো আশা দিয়ে গেল জীবনে, সুরে সুরে এই গানে দিয়ে গেল জীবনে, সুরে সুরে এই গানে সে আশা যে হতে চায় বারে বারে গানেরই ভাষা, ও