যখনই যেদিকে যাই তোমাকে সামনে যে পাই ♪ মানা যতই করো না না, না, কিছুই শুনবো না রাখবো বেঁধে প্রেমের বন্ধনে রাখবো বেঁধে প্রেমের বন্ধনে যখনই যেদিকে যাই তোমাকে সামনে যে পাই এই দেখা দাও এই আড়ালে লুকাও মন নিয়ে লুকোচুরি কেন খেলে যাও খুঁজে মরে দুটি চোখ তোমার সন্ধানই মানা যতই করো না না, না, কিছুই শুনবো না রাখবো বেঁধে প্রেমের বন্ধনে ♪ শুধু ভালোবাসি তোমায় তা কি বোঝো না দেখে আমায়? শুধু ভালোবাসি তোমায় তা কি বোঝো না দেখে আমায়? ও, কেন শুধু তোমাকে চাই কানে কানে তা বলবো তোমায় মিথ্যে মিথ্যে গুঞ্জনে ভালোলাগা ভরে যায় এ প্রাণে সব বোঝো, কেন তবু কাছে আসো না? মানা যতই করো না না, না, কিছুই শুনবো না রাখবো বেঁধে প্রেমের বন্ধনে রাখবো বেঁধে প্রেমের বন্ধনে ♪ এভাবে তো আর পারি না বলো কী করে তোমায় বোঝাই ও, এভাবে তো আর পারি না বলো কী করে তোমায় বোঝাই হাত বাড়ালেই যাকে পাই তাকে পেয়েও কেন যে হারাই দুষ্টু দুষ্টু চাহনি আনমনা করে যায় মনখানি এত বলি তবু কেন মন মানে না? মানা যতই করো না না, না, কিছুই শুনবো না রাখবো বেঁধে প্রেমের বন্ধনে রাখবো বেঁধে প্রেমের বন্ধনে যখনই যেদিকে যাই তোমাকে সামনে যে পাই এই দেখা দাও এই আড়ালে লুকাও মন নিয়ে লুকোচুরি কেন খেলে যাও খুঁজে মরে দুটি চোখ তোমার সন্ধানই মানা যতই করো না না, না, কিছুই শুনবো না