Kishore Kumar Hits

Sounak Chattopadhyay - Pochishe Boishaakhe Elo Mohapraan şarkı sözleri

Sanatçı: Sounak Chattopadhyay

albüm: Baneer Beena Season 1


পঁচিশের বৈশাখে এলো মহাপ্রাণ
বাইশের শ্রাবণেতে তাঁরই তিরোধান
পঁচিশের বৈশাখে এলো মহাপ্রাণ
বাইশের শ্রাবণেতে তাঁরই তিরোধান
কেটে গেল জীবনের ৮০ টি বরষ
রূপের লীলায় তাঁর অরূপ হরষ
প্রকৃতির মনোরম প্রিয়তম দান
পঁচিশের বৈশাখে এলো মহাপ্রাণ

রবিকবি রেখে গেল ছবি অনাগত
বিশ্বের বুকে তার দৃশ্য যে কত
রবিকবি রেখে গেল ছবি অনাগত
বিশ্বের বুকে তার দৃশ্য যে কত

সুখে-দুখে-বেদনায়, জ্ঞানে-গরিমায়
বৈশাখ-শ্রাবণের আশিস ধারায়
সুখে-দুখে-বেদনায়, জ্ঞানে-গরিমায়
বৈশাখ-শ্রাবণের আশিস ধারায়
জন্ম-মরণ দুটি অরূপ মহান
পঁচিশের বৈশাখে এলো মহাপ্রাণ

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar