সাদা শূন্য রাত, বিন্দু বিন্দু তারা তোর চোখে আলো, আমি রাস্তাহারা সাদা শূন্য রাত, বিন্দু বিন্দু তারা তোর চোখে আলো, আমি রাস্তাহারা খাতা ভরা কথা, কিছু লেখা নেই তোর নখে রঙ, নেই আমি সেই সাদা শূন্য রাত, বিন্দু বিন্দু তারা তোর চোখে আলো, আমি রাস্তাহারা ♪ ঘুম ভেসে যায় নোনতা জলে ঝরা পাতা ওড়ে পুড়বে বলে ঘুম ভেসে যায় নোনতা জলে ঝরা পাতা ওড়ে পুড়বে বলে আগুন আর জল ছুঁয়ে তুই বল তোর চোখে চোখে তাহার মেঘের দল সাদা শূন্য রাত, বিন্দু বিন্দু তারা তোর চোখে আলো, আমি রাস্তাহারা ♪ পথ উড়ে যায় তীর্থস্থানে ধুলোবালি, ছাই বুকের ডানে পথ উড়ে যায় তীর্থস্থানে ধুলোবালি, ছাই বুকের ডানে আগুন আর জল নিয়ে তুই চল তোর পায়ে পায়ে আমার বুকের তর সাদা শূন্য রাত, বিন্দু বিন্দু তারা তোর চোখে আলো, আমি রাস্তাহারা সাদা শূন্য রাত, বিন্দু বিন্দু তারা তোর চোখে আলো, আমি রাস্তাহারা খাতা ভরা কথা, কিছু লেখা নেই তোর নখে রঙ, নেই আমি সেই সাদা শূন্য রাত, বিন্দু বিন্দু তারা তোর চোখে আলো, আমি রাস্তাহারা