Mehreen - Khelicho E Bishsho Lowe şarkı sözleri
Sanatçı:
Mehreen
albüm: Bondhuta
খেলিছ এ বিশ্ব লয়ে
বিরাট শিশু আনমনে
খেলিছ এ বিশ্ব লয়ে
বিরাট শিশু আনমনে
খেলিছ...
প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা
নিরজনে, প্রভু, নিরজনে
খেলিছ...
♪
শূন্যে মহা আকাশে
তুমি মগ্ন লীলা বিলাসে
শূন্যে মহা আকাশে
তুমি মগ্ন লীলা বিলাসে
ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে
নিরজনে, প্রভু, নিরজনে
খেলিছ...
♪
তারকা, রবি, শশী খেলনা তব, হে উদাসী
পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি
তারকা, রবি, শশী খেলনা তব, হে উদাসী
পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি
নিত্য তুমি, হে উদার
সুখে-দুঃখে অবিকার
নিত্য তুমি, হে উদার
সুখে-দুঃখে অবিকার
হাসিছ খেলিছ তুমি আপন সনে
নিরজনে, প্রভু, নিরজনে
খেলিছ এ বিশ্ব লয়ে
বিরাট শিশু আনমনে
খেলিছ...
প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা
নিরজনে, প্রভু, নিরজনে
খেলিছ...
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri