শোনেন মিয়া ভাই, ওরে মিয়া ভাই
জোয়ান-মর্দ মানুষ আমি, ভিক্ষা কেমনে চাই?
শোনেন মিয়া ভাই, ওরে মিয়া ভাই
জোয়ান-মর্দ মানুষ আমি, ভিক্ষা কেমনে চাই?
আমি ভিক্ষা কেমনে চাই রে?
ভিক্ষা কেমনে চাই?
ভিক্ষা কেমনে চাই রে?
আমি ভিক্ষা কেমনে চাই?
ভিক্ষা কেমনে চাই রে?
ভিক্ষা কেমনে চাই?
ভিক্ষা কেমনে চাই রে?
আমি ভিক্ষা কেমনে চাই?
♪
Stage-এ ঠাঁই না পাইয়া রাস্তাতে গান গাই
প্রয়োজনে সবাই আমার বাপ, চাচা আর ভাই
জ্যোতিষ ব্যাটা হাত দেইখা কয় ভাগ্যরেখা নাই
Stage-এ ঠাঁই না পাইয়া রাস্তাতে গান গাই
প্রয়োজনে সবাই আমার বাপ, চাচা আর ভাই
জ্যোতিষ ব্যাটা হাত দেইখা কয় ভাগ্যরেখা নাই
তাই গিটার একটা হাতে লইয়া গান গাইয়া যাই
পয়সা দিয়া ভাইবেন না কেউ ভিক্ষা কইরা খাই
আমি ভিক্ষা কেমনে চাই রে?
ভিক্ষা কেমনে চাই?
ভিক্ষা কেমনে চাই রে?
আমি ভিক্ষা কেমনে চাই?
ভিক্ষা কেমনে চাই রে?
ভিক্ষা কেমনে চাই?
ভিক্ষা কেমনে চাই রে?
আমি ভিক্ষা কেমনে চাই?
♪
কত ফকির ছদ্মবেশে, চেনা বড় দায়
দেশ-বিদেশে ভিক্ষা কইরা ভীষণ ভাব দেখায়
আমার সাথে সেই ফকিরের কোনো ফারাক নাই
কত ফকির ছদ্মবেশে, চেনা বড় দায়
দেশ-বিদেশে ভিক্ষা কইরা ভীষণ ভাব দেখায়
আমার সাথে সেই ফকিরের কোনো ফারাক নাই
তাই গিটার একটা হাতে লইয়া গান গাইয়া যাই
পয়সা দিয়া ভাইবেন না কেউ ভিক্ষা কইরা খাই
আমি ভিক্ষা কেমনে চাই রে?
ভিক্ষা কেমনে চাই?
ভিক্ষা কেমনে চাই রে?
আমি ভিক্ষা কেমনে চাই?
ভিক্ষা কেমনে চাই রে?
ভিক্ষা কেমনে চাই?
ভিক্ষা কেমনে চাই রে?
আমি ভিক্ষা কেমনে চাই?
শোনেন মিয়া ভাই, ওরে মিয়া ভাই
জোয়ান-মর্দ মানুষ আমি, ভিক্ষা কেমনে চাই?
আমি ভিক্ষা কেমনে চাই রে?
ভিক্ষা কেমনে চাই?
ভিক্ষা কেমনে চাই রে?
আমি ভিক্ষা কেমনে চাই?
ভিক্ষা কেমনে চাই রে?
ভিক্ষা কেমনে চাই?
ভিক্ষা কেমনে চাই রে?
আমি ভিক্ষা কেমনে চাই?
ভিক্ষা কেমনে চাই রে?
ভিক্ষা কেমনে চাই?
ভিক্ষা কেমনে চাই রে?
আমি ভিক্ষা কেমনে চাই?
ভিক্ষা কেমনে চাই রে?
ভিক্ষা কেমনে চাই?
ভিক্ষা কেমনে চাই রে?
আমি ভিক্ষা কেমনে চাই?
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri