আমার পৃথিবী আমার মতো নয় আমার পৃথিবী আমার মতো নয় তাই ভয় হয় তাই ভয় হয় তোমার কোলে মাথা রেখে ঘুম-ঘুম খেলা ঘুম-ঘুম খেলা ঘুম-ঘুম খেলা আর হয় কি না হয় আমার পৃথিবী আমার মতো নয় আমার পৃথিবী আমার মতো নয় আমার পৃথিবী তোমায় পেয়ে আমি হারিয়ে গেলাম আমার পৃথিবী তোমার পেয়ে আমি হারিয়ে গেলাম আমার জীবন, আমার গান আমার জীবন, আমার গান সে তো সবটুকুই তোমার কিছু আমার আমার বলে কিছু নাই-নাই-নাই আমার পৃথিবী আমার পৃথিবী আমার মতো নয় আমার পৃথিবী আমার মতো নয় আমার পৃথিবী আমার মতো নয় কেন নয়, বলো তো কেন নয়, বল তো বোঝো তো, জানো কী? আমার পৃথিবী আমার মতো নয় আমার পৃথিবী আমার মতো নয় তাই ভয় হয় তাই ভয় হয় তোমার কোলে মাথা রেখে ঘুম-ঘুম খেলা ঘুম-ঘুম খেলা-খেলা ঘুম-ঘুম খেলা ঘুম-ঘুম খেলা-খেলা ঘুম-ঘুম খেলা আর হয় কি না হয় আমার পৃথিবী আমার মতো নয় আমার পৃথিবী আমার মতো নয় আমার পৃথিবী আমার মতো নয় আমার পৃথিবী আমার মতো নয় আমার পৃথিবী আমার মতো নয় আমার পৃথিবী আমার মতো নয় তোমায় পেয়ে (আমার পৃথিবী আমার মতো নয়) আমি হারিয়ে গেলাম (আমার পৃথিবী আমার মতো নয়) (আমার পৃথিবী আমার মতো নয়) আমার পৃথিবী আমার মতো নয় (আমার পৃথিবী আমার মতো নয়) আহ, আহ পৃথিবী রে!