মুখোশের আড়ালে থেকে দেখি সবই কতদিন এভাবে যাবে ভাবি আমি আদর্শ হারিয়ে পশুর মত হিংস্র সমাজ কোথায় তোমার চেতনার মাতৃভুমি আমারাই বিকৃত সমাজের নির্বোধ শ্রোতা আমরাই সকল জটিলতার নির্বাক ভোক্তা তোমরাই আমাদের থেকে অভিন্ন কিছুনা শোনো ধ্বংসের গান রাগ ক্ষোভ আর হিংসা ভালবাসার নেই কোনো স্থান মানুষের এই জগতে মনুষত্বের নেই কোনো ঘ্রান লোভের নেশায় মাতাল সবাই চাই চাই চাই শুধু আরো চাই দূষিত পৃথিবীর বাতাসে ধ্বংসের ঘ্রাণ যেন পাই নিষ্ঠুর এই বাস্তবতা ফেলে রেখে অহমের সব মায়াজাল ছিড়ে দিয়ে সকল ঘৃণাকে পরাজিত করে প্রতিবাদ হোক আজ এই গানের সুরে রাগ ক্ষোভ আর হিংসা ভালবাসার নেই কোনো স্থান মানুষের এই জগতে মনুষত্বের নেই কোনো ঘ্রান