Kishore Kumar Hits

Arko Mukhaerjee - Nishshongota şarkı sözleri

Sanatçı: Arko Mukhaerjee

albüm: Bondhur Bari - My Friend's Home


আরো একটা রাত কেটে যাবে
বুকে জমবে আরো অলসতা
বিলাপহীন একঘেয়ে আলো
পাশবালিশের নিঃসঙ্গতা
পড়ে আছে আলমারির তাকে
তোমার উপহার দেওয়া সোয়েটার
হুইস্কিতে আর নেশা হয়না
ভোর হয়ে এলো বোধহয় এবার
আরো একটা রাত কেটে যাবে
বুকে জমবে আরো অলসতা
বিলাপহীন একঘেয়ে আলো
পাশবালিশের নিঃসঙ্গতা
পড়ে আছে আলমারির তাকে
তোমার উপহার দেওয়া সোয়েটার
হুইস্কিতে আর নেশা হয়না
ভোর হয়ে এলো বোধহয় এবার
আকাশের রং এখনো ফ্যাকাশে
আর চোখ খুলে রাখা যায়না
ভোরের সময় হয়ে এলো
চলে গেলে কেউ ফিরে আসে না
আকাশের রং এখনো ফ্যাকাশে
আর চোখ খুলে রাখা যায়না
ঘুমের সময় হয়ে এলো
চলে গেলে কেউ, ফিরেএএএ?

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar