কেন অচেনা কেন অচেনা রাতের মতো মুখ ফেরাও কেন শব্দ হারানো হাত আমাকে ঘেরাও যত অবুঝ কিছু প্রশ্নের মতো তুমি সুন্দরী আমি বারবার খুঁজে ফিরি শব্দের রঙ উত্তর তবুও তো কিছুতে মেলে না আমি সাদা খাতা জমা দেবো আবার তোমায় দেখো তুমিও তো কিছুতেই আমায় পেলে না কী করে বোঝাই কী করে বোঝাই কত মন, কত প্রেম কত কথা, কত ক্ষত শুধু ধারালো হয় চুপকথা ঠোঁটে তুমি যতই পালাও তবু নিস্তব্ধতা অত সহজ নয় ♪ কেন এমন তুমি ঠান্ডা গন্ধ আঁকো সুন্দরী ফসকে যাচ্ছে সব মুঠো, সব হাত অংক সহজ, তবু কিছুতে মেলে না যদি ভেবে থাকো আমি রোজ বিছানা পোড়াই তবে কোনোদিনই তুমিও তো আমায় পেলে না কী করে বোঝাই কী করে বোঝাই গেছে রাস্তা সোজাই চোরা পথে যাই যত হারানো হয় শব্দরা পিছু পিছু ছায়ার মতোই দেখো নিস্তব্ধতা অত সহজ নয় ♪ May be injurious if taken in large doses Do not exceed the recommended dose Shake the container well before you use Store it in a cold, dry, dark place যেভাবে পারো তুমি, বারুদ পাঠাও আমরাও রোজ কত স্বপ্ন জ্বালাই রোজ ভাবি আজ ঠিক তোমাকে পোড়াবো আর আয়না সামনে পেলে আমরা পালাই কেন এমন ঘুম তারাদের মতো তুমি সুন্দরী আমি ইশারা পাঠাই কিছু এলোমেলো রাত আমার কী দোষ তুমি কিছুতে এলে না আমি মেরেছি ছোবল, বিষ তুমি তো খেলে না তুমি যতবার ঠোঁট রাখো হাসনুহানায় ঠিক ততবার তুমিও তো আমাকে পেলে না কী করে বোঝাই কী করে বোঝাই এটা প্রেম না কি ছাই শুধু ইতস্ত কথা আজ ধারালো হয় চুপকথা ঠোঁটে কেন পালিয়ে বেড়াও এই নিস্তব্ধতা অত সহজ নয়