একটা ঘর, অন্ধকার একটা শহুরে সন্ধ্যে নীল একটা মেঘের দল, সুখ-সম্বল একটা প্রজাপতি, অসুখ সন্ধানী একটা বুড়ো জাহাজ উড়তে চাইছে হিসেবহীন একটা বুড়ো জাহাজ উড়তে চাইছে হিসেবহীন মন ভেসে যাক তার runway পেরিয়ে ভালোবাসা মানে একটু ডোপামাইন আর একটা মোমবাতি আলো আমাকে বানালো সং বৃষ্টি আসবে বলে মোমবাতি আলো আমাকে বানালো সং বৃষ্টি আসবে বলে ♪ গম্ভীর মুখে বুঝবেন না আমার জন্ম বসন্তে এতদিনে sir বুঝলেন না last bench-টাই পছন্দের গম্ভীর মুখে বুঝবেন না আমার জন্ম বসন্তে এতদিনে sir বুঝলেন না last bench-টাই পছন্দের ভেবে ভেবে কুলকিনারায় এলো চুল ছিল ডাইনির বুকে হাত রেখে কি আপনি বলতে পারেন এই black board-টা কি চক খায়নি? খায়নি দায়নি কিচ্ছু করেনি আমার মতোই আহাম্মক ডাইনির প্রেম আমার সঙ্গে আসছে বছর আবার হোক খায়নি দায়নি- খায়নি দায়নি কিচ্ছু করেনি আমার মতোই আহাম্মক ডাইনির প্রেম আমার সঙ্গে আসছে বছর আবার হোক আর একটা মোমবাতি আলো আমাকে বানাক সং বৃষ্টি আসবে বলে মোমবাতি আলো আমাকে বানালো সং বৃষ্টি আসবে বলে ♪ তারপর সন্ধ্যেরা সিঁড়ি বেয়ে ফিরে যাবে ঘরে তোমাকেও সোজাসুজি আমি ঠিক দেখে নেব পরে আপাতত জমবে ক্ষত, মন ডুবে যাবে অনুভবে আপাতত জমবে ক্ষত, মন ডুবে যাবে অনুভবে আর কোথাও তো নেই লেখা তোমাকে আমার হতে হবে আর কোথাও তো নেই লেখা তোমাকে আমার হতে হবে আমার এ মন যত সাদাকালো ফুল থোকা থোকা আমার এ মন যত সাদাকালো ফুল থোকা থোকা তুমি পোষা মোনালিসা আমিও তো ডানাওয়ালা joker আর একটা মোমবাতি আলো Joker বানালো বৃষ্টি আসবে বলে এ মোমবাতি আলো আমাকে বানাক সং বৃষ্টি আসবে বলে ♪ আর একটা মোমবাতি আলো আমাকে বানালো সং বৃষ্টি আসবে বলে