দাও, বলে দাও, বলে দাও কোন পদ্ধতিতে যে বেঁচে থাকে সেটা আমিও জানতে চাই আমি এইসব কথা বলবো যে কাকে এই রাত, এসো জাগবো তোমাকে সেই দিন যদি সাড়া পাই ডাকে আনন্দে মরে যাই আনন্দে আনন্দেই মরে যাই এই পলক না ফেলে এসো না তাকাই আনন্দে আনন্দে আনন্দেই মরে যাই যারা ফুল কুড়োলো ওরা উদাসী গাড়ির ধুলো লোক যারা ফুল কুড়োলো ওরা উদাসী গাড়ির ধুলো লোক কী খোলাম কুচি উড়ছে জীবন ভীষণ আলগা আলগাই এই চিনি-স্বাদ ভাঙা আসমানটাকে এমনই লুকোলো মনেই না থাকে আমার খবর রাখে কি না রাখে আনন্দে মরে যাই আনন্দে আনন্দেই মরে যাই এই আদার ব্যাপারী, জাহাজ চালাই আনন্দে আনন্দে আনন্দেই মরে যাই আজ থেকে যাও, please, থেকে যাও ঠোঁট লাল সেজে collar-এর ফাঁকে বুকের বাঁ দিকে যে বন্ধু থাকে মানিয়ে নিয়েছি সমস্তটাকে আনন্দে মরে যাই ধরা পরে গেলে, খেয়ে হাওয়াই মিঠাই আনন্দে আনন্দে আনন্দেই মরে যাই যারা ফুল কুড়োলো ওরা উদাসী গাড়ির ধুলো লোক যারা ফুল কুড়োলো ওরা উদাসী গাড়ির ধুলো লোক কি খোলাম কুচি উড়ছে জীবন ভীষণ আলগা আলগাই যাও, ঝরে যাও যাও, যাও, যাও, ঝরে যাও আলো ঢুকছিল কি না সেটা শুধু ভালো জানে জানলাই আর চুমু খেলে চোখ বুজে যায় কেন বালাই-ষাট-বালাই তুমি ঢিল ছুঁড়েছিলে মৌচাকে নাচে ছৌ, ওরা দীর্ঘ-ঊ আঁকে নাচে তারা শাখে শাখে ঝাঁকে, ঝাঁকে, ঝাঁকে আনন্দে মরে যাই আনন্দে আনন্দেই মরে যাই আনন্দে মরে যাই