গাইছি তোমার সাতকাহন গাইছি আবার সাতকাহন এক কাহনে এক কাঁকণ হারাই এক কাহনে হারাই বাহন। দূর্বার দিন শেষে দুর্গম রাত দুর্গম প্রান্তরে ধু ধু মরূশাপ একা হাত হাতরিয়ে যন্ত্রণা সার। গাইছি তোমার সাতকাহন গাইছি আবার সাতকাহনে এক কাহনে এক কাকণ হারাই এক কাহনে হারাই বাহন। গঙ্গা জলে পোড়া চন্দ্রাবতী কূল হারা দুই চোখে স্বপ্ন দেখি। এক খানা চাঁদ আর একফালি হাসি মিঠে চোখে চেয়ে বলো ক্লান্তিতে বাঁচি। বেঁদের নৌকো বাধা মহুয়ার দল বুকে ছুড়ি মুখে হাসি চোখে নেই ছল। গাইছি তোমার সাতকাহন গাইছি আবার সাতকাহনে এক কাহনে এক কাঁকণ হারাই এক কাহনে হারাই বাহন।