Kishore Kumar Hits

Sunidhi Nayak - O Je Mane Na Mana şarkı sözleri

Sanatçı: Sunidhi Nayak

albüm: O Je Mane Na Mana


ও যে মানে না মানা
ও যে মানে না মানা
আঁখি ফিরাইলে বলে, "না, না, না"
ও যে মানে না মানা
ও যে মানে না মানা

যত বলি, "নাই রাতি, মলিন হয়েছে বাতি"
যত বলি, "নাই রাতি, মলিন হয়েছে বাতি"
মুখপানে চেয়ে বলে, "না, না, না"
ও যে মানে না মানা
ও যে মানে না মানা

বিধুর বিকল হয়ে খেপা পবনে
ফাগুন করিছে হা-হা ফুলের বনে
বিধুর বিকল হয়ে খেপা পবনে
ফাগুন করিছে হা-হা ফুলের বনে
আমি যত বলি, "তবে এবার যে যেতে হবে"
আমি যত বলি, "তবে এবার যে যেতে হবে"
দুয়ারে দাঁড়ায়ে বলে, "না, না, না"
ও যে মানে না মানা
ও যে মানে না মানা
আঁখি ফিরাইলে বলে, "না, না, না"
ও যে মানে না মানা
ও যে মানে না মানা

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar