আমি কি আর পাবো তোরে? আমি কি আর পাবো তোরে? ভালো যত বাসি মন-প্রাণজুড়ে আগুন তত আদর করে পোড়ার পরেও আরও পোড়ে আমার হতো ক্ষতিপূরণ একটু দেখা দিতে যদি করুণা করে আমি কি আর পাবো তোরে? ♪ প্রেমে পড়ে কেমন করে দেবো আমি নদী পাড়ি যার প্রেমেতে ডুবে আছে সে যে আত্মগোপনকারী আমি নাহয় দোষী ছিলাম আমি নাহয় দোষী ছিলাম দিতে নাহয় ক্ষমা করে আমি কি আর পাবো তোরে? ♪ নিঃসঙ্গতার তরী বেয়ে করবো কত আহাজারি যারে নিয়ে স্বপ্ন দেখি সে স্বপ্ন ক্ষণে কারবারি প্রেমে নাহয় অন্ধ ছিলাম প্রেমে নাহয় অন্ধ ছিলাম ভিক্ষা দিতে দয়া করে আমি কি আর পাবো তোরে? আমি কি আর পাবো তোরে? ভালো যত বাসি মন-প্রাণজুড়ে আগুন তত আদর করে পোড়ার পরেও আরও পোড়ে আমার হতো ক্ষতিপূরণ একটু দেখা দিতে যদি করুণা করে আমি কি আর পাবো তোরে?