Kishore Kumar Hits

Silajit Majumder - Shorbonash şarkı sözleri

Sanatçı: Silajit Majumder

albüm: Six


হৃদয়
তোমাকে ছুঁতে চেয়ে
হাজার হাজার হাজার হাজার
প্রহর পেরিয়ে আসে
অবিরত শব্দ মিছিল
হৃদয়
মন ওজন
পৃথিবী দেশ সময় স্বজন
পথিক শ্রমিক প্রেমিক ক্রমিক টনিক
সপ্ত সূর্য উঠে, সপ্ত সূর্য নামে
পুরোনো শব্দ জমে বিষের মতন
শিরায় শিরায়
উগরাতে চাই শব্দের ভিড়ে
হারিয়ে যাওয়ার আগে শব্দ ছুঁড়বো গ্রহ
তারায় তারায়
আমার শরীরে জমা শব্দের ভিড়
শরীর শব্দে বাঁচে, শব্দে শরীর
আমার শরীর, আর এ শরীরে মন
মনের ভেতরে কালো নীল
কানাগলিটার বাঁকে বাঁকে প্রেম
প্রেমে রাত নির্জন
একা একা সে আঁধার
একা খিদে থাবা আসা বাসা ভালোবাসা আগুনের ভিড়
আমার শরীর, আর এ শরীরে মন
মনের ভেতরে কালো নীল
কানাগলিটার বাঁকে বাঁকে প্রেম
প্রেমে রাত নির্জন
একা একা সে আঁধার
একা খিদে থাবা আসা বাসা ভালোবাসা আগুনের ভিড়
আমার শরীরে, বাবু, আমি দালাল
আমার দু'চোখে ঘুম, আমি কাঙাল
আমি বিরহ-প্রেম, বিরহী বিকার
আমিই শিকারি সাজি, আমিই শিকার
তাইরে-নাইরে নাইরে-নাইরে নাইরে-নাইরে
তাইরে-নাইরে-নাইরে
আমি শরীর বেচে খাই রে
তাইরে-নাইরে-নাইরে
আমি শরীর বেচে খাই রে
তবে এ শরীরে কলঙ্ক যে নাই
আর অলি-কানাগলি
লাল আলোতে unholy
আর অলি-কানাগলি
লাল আলোতে unholy
আমি ধবধবে ফরসা কানাই
"সর্বনাশ" আমি বলতে চাই
"সর্বনাশ" আমি বলবো তাই
সর্বনাশ করলাম আজ
"সর্বনাশ" লিখবো আজ
স্লোগান তোদের সফেদ দেয়ালে
ব্রহ্মা, ব্রহ্মা, ব্রহ্মা, ব্রহ্মা, শিবা
জয় তারা
ব্রহ্মা, ব্রহ্মা, ব্রহ্মা, ব্রহ্মা, শিবা
জয় তারা
ব্রহ্মা, ব্রহ্মা
(জয় তারা)

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar