Kishore Kumar Hits

Raghab Chatterjee - Radha Bhabe Bibhor Hole - Original şarkı sözleri

Sanatçı: Raghab Chatterjee

albüm: Radha Bhabe Bibhor Hole (Original)


রাধা ভাবে বিভোর হলে
মিলবে খ্যাপা কৃষ্ণধন
রাধা ভবে বিভোর হলে
মিলবে খ্যাপা কৃষ্ণধন
তনু-মন হবে খাঁটি
তনু-মন হবে খাঁটি
দেহ হবে বৃন্দাবন
রাধা ভাবে বিভোর হলে
মিলবে খ্যাপা কৃষ্ণধন
রাধা ভাবে বিভোর হলে
মিলবে খ্যাপা কৃষ্ণধন

নারী হয়ে সাধনা তার
বসনচোরা হবে যে তার
নারী হয়ে সাধনা তার
বসনচোরা হবে যে তার
নারীর বেদন বোঝে সেজন
সফল করে তার সাধন
রাধা ভাবে বিভোর হলে
মিলবে খ্যাপা কৃষ্ণধন
রাধা ভাবে বিভোর হলে
মিলবে খ্যাপা কৃষ্ণধন

যুগে যুগে কত পুরুষ
পুরুষ হয়ে পূজে
পেলো না তল নীল যমুনায়
নীলমণিরে খুঁজে
যুগে যুগে কত পুরুষ
পুরুষ হয়ে পূজে
পেলো না তল নীল যমুনায়
নীলমণিরে খুঁজে
ভেবে বুঝে মিলন বলে
সেই চোরেরে ধরতে গেলে
ভেবে বুঝে মিলন বলে
সেই চোরেরে ধরতে গেলে
কৃষ্ণতত্ত্ব জানতে হলে
নারীরূপে কর যাপন
রাধা ভাবে বিভোর হলে
মিলবে খ্যাপা কৃষ্ণধন
রাধা ভাবে বিভোর হলে
মিলবে খ্যাপা কৃষ্ণধন
তনু-মন হবে খাঁটি
তনু-মন হবে খাঁটি
দেহ হবে বৃন্দাবন
রাধা ভাবে বিভোর হলে
মিলবে খ্যাপা কৃষ্ণধন
রাধা ভাবে বিভোর হলে
মিলবে খ্যাপা কৃষ্ণধন
রাধা ভাবে বিভোর হলে
মিলবে খ্যাপা কৃষ্ণধন

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar