এসো বসি কিছুক্ষণ
প্রিয় কিছু আলাপন
এসো বসি কিছুক্ষণ
প্রিয় কিছু আলাপন
থাক না ভরে এই দু'টি মনে
হৃদয়ের সব সুর তোমার গানে
এসো বসি কিছুক্ষণ
প্রিয় কিছু আলাপন
♪
বুকে পোষা বেদনা না পেলেও ঠিকানা
হয়তো বৃষ্টি হয়ে আঁচলে তোমার
বুকে পোষা বেদনা না পেলেও ঠিকানা
হয়তো বৃষ্টি হয়ে আঁচলে তোমার
কেন জানি না ঝরে পড়ে শুধু বারবার
এ কেমন ছুটে চলা তোমার টানে
এসো বসি কিছুক্ষণ
প্রিয় কিছু আলাপন
এসো বসি কিছুক্ষণ
প্রিয় কিছু আলাপন
♪
ফুটুক আলোর দিশা, কেটে যাক অমানিশা
ফুটুক তারারা সব আকাশ ঘিরে
ফুটুক আলোর দিশা, কেটে যাক অমানিশা
ফুটুক তারারা সব আকাশ ঘিরে
আমি তো রয়েছি তোমার হৃদয়জুড়ে
আর তো থেকো না ভুল অভিমানে
এসো বসি কিছুক্ষণ
প্রিয় কিছু আলাপন
এসো বসি কিছুক্ষণ
প্রিয় কিছু আলাপন
থাক না ভরে এই দু'টি মনে
হৃদয়ের সব সুর তোমার গানে
এসো বসি কিছুক্ষণ
প্রিয় কিছু আলাপন
এসো বসি কিছুক্ষণ
প্রিয় কিছু আলাপন
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri