Kishore Kumar Hits

Raghab Chatterjee - Anek Mukher Bhire şarkı sözleri

Sanatçı: Raghab Chatterjee

albüm: Bhalobasar Poroshmoni


অনেক মুখের ভিড়ে তুমি শুধু একজনই
ভালোবাসার কোনো পরশমণি
অনেক মুখের ভিড়ে তুমি শুধু একজনই
ভালোবাসার কোনো পরশমণি
সবার ব্যথায় ওঠে ভরে তোমার দু'নয়ন
কিছু না চেয়ে আমি সবই পেলাম
জানি না কী চাইবো এখন
অনেক মুখের ভিড়ে তুমি শুধু একজনই
ভালোবাসার কোনো পরশমণি

ফুলের থেকেও তুমি সুন্দর আরও বেশি
তোমার মুখে সাজানো স্নিগ্ধ চাঁদের হাসি
ফুলের থেকেও তুমি সুন্দর আরও বেশি
তোমার মুখে সাজানো স্নিগ্ধ চাঁদের হাসি
কতো ভাবে ধন্য করে
বার বার করেছো ঋণী
বার বার করেছো ঋণী
অনেক মুখের ভিড়ে তুমি শুধু একজনই
ভালোবাসার কোনো পরশমণি

তোমার কথাগুলো কীভাবে গান হয়
স্বপ্নে পরীর মতো এলে যে কল্পনায়
ও, তোমার কথাগুলো কীভাবে গান হয়
স্বপ্নে পরীর মতো এলে যে কল্পনায়
পৃথিবীকে একদিকে রেখে
আমি শুধু তোমাকে চিনি
আমি শুধু তোমাকে চিনি
অনেক মুখের ভিড়ে তুমি শুধু একজনই
ভালোবাসার কোনো পরশমণি
সবার ব্যথায় ওঠে ভরে তোমার দু'নয়ন
কিছু না চেয়ে আমি সবই পেলাম
জানি না কী চাইবো এখন
অনেক মুখের ভিড়ে তুমি শুধু একজনই
ভালোবাসার কোনো পরশমণি
ভালোবাসার কোনো পরশমণি
ভালোবাসার কোনো পরশমণি

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar