Kishore Kumar Hits

Raghab Chatterjee - Krishnanagar Local Traine şarkı sözleri

Sanatçı: Raghab Chatterjee

albüm: Krishnanagar Local Traine


কৃষ্ণনগর local train-এ সূর্য প্রায় ডোবে তখনই
ভিনজাতের একটি মেয়ে আমার সম্মুখে ছিল, আমার সম্মুখে
কৃষ্ণনগর local train-এ সূর্য প্রায় ডোবে তখনই
ভিনজাতের একটি মেয়ে আমার সম্মুখে ছিল, আমার সম্মুখে
Train চলছিল, অনেক কথা বলছিল
Train চলছিল, অনেক কথা বলছিল
হঠাৎ করে দাঁড়িয়ে ঠিকানাটি ধরিয়ে
আলাপচারী নেমে গেল তাহেরপুরেতে
কৃষ্ণনগর local train-এ সূর্য প্রায় ডোবে তখনই
ভিনজাতের একটি মেয়ে আমার সম্মুখে ছিল, আমার সম্মুখে

দীর্ঘদিন পরে গেলাম তাহেরপুরে
গিয়ে দেখি শূন্য বাড়ি, কেউ নেই ঘরে
দীর্ঘদিন পরে গেলাম তাহেরপুরে
গিয়ে দেখি শূন্য বাড়ি, কেউ নেই ঘরে
লাউলতার ফুলগুলো সাদা শাড়ির বসনে
স্মরণসভায় বসে আছে মাচায় সবুজ আসনে
লাউলতার ফুলগুলো সাদা শাড়ির বসনে
স্মরণসভায় বসে আছে মাচায় সবুজ আসনে

আলাপচারী কোথায় আছে পড়ছে না যে চোখে
পিছু ফিরে যেই তাকালাম, লাগলো কাঁপন বুকে
ভিনজাতের একটি মেয়ে আমার সম্মুখে ছিল, আমার সম্মুখে
কৃষ্ণনগর local train-এ সূর্য প্রায় ডোবে তখনই
ভিনজাতের একটি মেয়ে আমার সম্মুখে ছিল, আমার সম্মুখে

হঠাৎ দেখি দখিন কোণে বাবলাগাছের তলে
আলাপচারীর সমাধিতে ধূপের বাতি জ্বলে
হঠাৎ দেখি দখিন কোণে বাবলাগাছের তলে
আলাপচারীর সমাধিতে ধূপের বাতি জ্বলে
দুটো দিন আগে এলে হয়তো দেখা মিলতো
সমাধির মাটিগুলো ছিল বড়ো আলতো
ফেরার পথে জেনেছিলাম পড়শির মুখে
আলাপচারী চলে গেছে বিশেষ এক অসুখে
ভিনজাতের একটি মেয়ে আমার সম্মুখে ছিল, আমার সম্মুখে
কৃষ্ণনগর local train-এ সূর্য প্রায় ডোবে তখনই
ভিনজাতের একটি মেয়ে আমার সম্মুখে ছিল, আমার সম্মুখে
Train চলছিল, অনেক কথা বলছিল
Train চলছিল, অনেক কথা বলছিল
হঠাৎ করে দাঁড়িয়ে ঠিকানাটি ধরিয়ে
আলাপচারী নেমেছিল তাহেরপুরেতে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar