Pandit Debojyoti Bose - Arunokanti Key Go şarkı sözleri
Sanatçı:
Pandit Debojyoti Bose
albüm: Phire Dekha Nazrul
অরুনকান্তি কে গো যোগী ভিখারী?
অরুনকান্তি কে গো যোগী ভিখারী?
নীরবে হেসে, দাঁড়াইলে এসে
নীরবে হেসে, দাঁড়াইলে এসে
প্রখর তেজ তব নেহারিতে নারি
অরুনকান্তি কে গো যোগী ভিখারী?
রাস বিলাসিনী, আমি আহিরিণী
শ্যামল কিশোর রূপ শুধু চিনি
রাস বিলাসিনী, আমি আহিরিণী
শ্যামল কিশোর রূপ শুধু চিনি
অম্বরে হেরি আজ, এ কি জ্যোতিঃপুঞ্জ
হে গিরিজাপতি, কোথা গিরিধারী
অরুনকান্তি কে গো যোগী ভিখারী?
সম্বর সম্বর মহিমা তব
হে ব্রজেশ ভৈরব, আমি ব্রজবালা
সম্বর সম্বর মহিমা তব
হে ব্রজেশ ভৈরব, আমি ব্রজবালা
হে শিব সুন্দর, বাঘছালপরিহর
ধর নটবর বেশ, পর নীপ-মালা
নব মেঘ চন্দনে ঢাকি অঙ্গজ্যোতিঃ
প্রিয় হয়ে দেখা দাও, ত্রিভুবন-পতি
নব মেঘ চন্দনে ঢাকি অঙ্গজ্যোতিঃ
প্রিয় হয়ে দেখা দাও, ত্রিভুবন পতি
পার্বতী নহি আমি, আমি শ্রীমতী
বিষাণ ফেলিয়া হও বাঁশরী- ধারী
অরুনকান্তি কে গো যোগী ভিখারী?
নীরবে হেসে দাঁড়াইলে এসে
নীরবে হেসে দাঁড়াইলে এসে
প্রখর তেজ তব নেহারিতে নারি
অরুনকান্তি কে গো যোগী ভিখারী?
অরুনকান্তি কে গো যোগী ভিখারী?
অরুনকান্তি কে গো যোগী ভিখারী?
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri