হৃদয় আমার নাচে রে আজিকে
ময়ূরের মতো নাচে রে
নাচে রে
হৃদয় আমার নাচে রে আজিকে
ময়ূরের মতো নাচে রে
নাচে রে
শত বরনের ভাব-উচ্ছ্বাস
কলাপের মতো করেছে বিকাশ
আকুল পরান আকাশে চাহিয়া
উল্লাসে কারে যাচে রে
হৃদয় আমার নাচে রে আজিকে
ময়ূরের মতো নাচে রে
নাচে রে
♪
ওগো, নির্জনে বকুলশাখায়
দোলায় কে আজি দুলিছে
দোদুল দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে
ওগো, নির্জনে বকুলশাখায়
দোলায় কে আজি দুলিছে
দোদুল দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে
ঝরকে ঝরকে ঝরিছে বকুল
আঁচল আকাশে হতেছে আকুল
ঝরকে ঝরকে ঝরিছে বকুল
আঁচল আকাশে হতেছে আকুল
উড়িয়া অলক ঢাকিছে পলক
কবরী খসিয়া খুলিছে
ওগো, নির্জনে বকুলশাখায়
দোলায় কে আজি দুলিছে
দোদুল দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে
ঝরে ঘনধারা নবপল্লবে
কাঁপিছে কানন ঝিল্লির রবে
তীর ছাপি নদী কলকল্লোলে, কলকল্লোলে
এল পল্লির কাছে রে
হৃদয় আমার নাচে রে আজিকে
ময়ূরের মতো নাচে রে
নাচে রে
হৃদয় আমার নাচে রে আজিকে
ময়ূরের মতো নাচে রে
নাচে রে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri