Manoj Murali Nair - Ogo Kishor şarkı sözleri
Sanatçı:
Manoj Murali Nair
albüm: Ogo Kishor
ওগো কিশোর, আজি তোমার দ্বারে
পরান মম জাগে
ওগো কিশোর, আজি তোমার দ্বারে
পরান মম জাগে
নবীন কবে করিবে তারে
নবীন কবে করিবে তারে
রঙিন তব রাগে
ওগো কিশোর, আজি তোমার দ্বারে
পরান মম জাগে
♪
ভাবনাগুলি বাঁধনখোলা
রচিয়া দিবে তোমার দোলা
দাঁড়িয়ো আসি হে ভাবে-ভোলা
আমার আঁখি-আগে
ওগো কিশোর, আজি তোমার দ্বারে
পরান মম জাগে
♪
দোলের নাচে বুঝি গো আছো
অমরাবতীপুরে
বাজাও বাজাও বেণু
বাজাও বাজাও বেনু বুকের কাছে
বাজাও বাজাও বেণু দূরে
শরম ভয় সকলি ত্যেজে
মাধবী তাই আসিল সেজে
শরম ভয় সকলি ত্যেজে
মাধবী তাই আসিল সেজে
শুধায় শুধু, বাজায় কে যে
বাজায় মধুর মধুসুরে
গগনে শুনি একি এ কথা, কাননে কী যে দেখি
একি মিলনচঞ্চলতা, বিরহব্যথা একি
আঁচল কাঁপে ধরার বুকে
কী জানি তাহা সুখে না দুখে
আঁচল কাঁপে ধরার বুকে
কী জানি তাহা সুখে না দুখে
ধরিতে যারে না পারে
ধরিতে যারে না পারে
তারে স্বপনে দেখিছে কি
♪
লাগিল দোল জলে স্থলে
জাগিল দোল বনে বনে
লাগিল দোল জলে স্থলে
জাগিল দোল বনে বনে
সোহাগিনির হৃদয়তলে বিরহিণীর মনে মনে
লাগিল দোল জলে স্থলে
জাগিল দোল বনে বনে
মধুর মোরে বিধুর করে
সুদূর কার বেণুর স্বরে
নিখিল হিয়া কিসের তরে দুলিছে অকারণে
নিখিল হিয়া কিসের তরে দুলিছে অকারণে
আনো গো আনো ভরিয়া ডালি করবীমালা লয়ে
আনো গো আনো সাজায়ে থালি কোমল কিশলয়ে
এসো গো পীত বসনে সাজি
কোলেতে বীণা উঠুক বাজি
এসো গো পীত বসনে সাজি
কোলেতে বীণা উঠুক বাজি
ধ্যানেতে আর গানেতে আজি যামিনী যাক বয়ে
এসো গো এসো দোলবিলাসী
বাণীতে মোর দোলো
দোলো, দোলো
ছন্দে মোর চকিতে আসি
মাতিয়ে তারে তোলো
মাতিয়ে-
অনেক দিন বুকের কাছে
রসের স্রোত থমকি আছে
নাচিবে আজি তোমার নাচে
সময় তারি হল
ওগো কিশোর, আজি তোমার দ্বারে
পরান মম জাগে
ওগো কিশোর, আজি তোমার দ্বারে
পরান মম জাগে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri