Kishore Kumar Hits

Laxmandas Baul - Tomay Hridmajhare Rakhbo şarkı sözleri

Sanatçı: Laxmandas Baul

albüm: Baul Raja


ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না
না-না-না-না, তোমায় ছেড়ে দেবো না
তোমায় হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেবো না

তোমায় হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেবো না
তোমায় হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেবো না
ওগো, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না
আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না-না-না
ছেড়ে দেবো না
তোমায় হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেবো না
তোমায় হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেবো না

লক্ষ জনম ভ্রমণ করে
পেয়েছি এই মানব জনম

লক্ষ জনম ভ্রমণ করে
পেয়েছি এই মানব জনম
তোমায় ডাকলে হরি বংশীধারী নিদয় হয়ো না
তোমায় ডাকলে হরি বংশীধারী নিদয় হয়ো না-না-না-না
ছেড়ে দেবো না
তোমায় হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেবো না
তোমায় হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেবো না

যাবো ব্রজের কুলে কুলে
মাখবো ব্রজের পদধূলি
আমি যাবো ব্রজের কুলে কুলে
মাখবো ব্রজের পদধূলি

জয় রাধা নামে পাগল হয়ে থাকবো মগনা
জয় রাধা নামে পাগল হয়ে থাকবো মগনা না-না-না
ছেড়ে দেবো না
তোমায় হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেবো না
তোমায় হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেবো না

ভুবনমোহন গোরা
মণিজনার মনোহরা
ভুবনমোহন গোরা মণিজনার মনোহরা
আমি নয়নে নয়ন দিয়ে আর ফিরাবো না
আমি নয়নে নয়ন দিয়ে আর ফিরাবো না-না-না-না
ছেড়ে দেবো না
তোমায় হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেবো না
তোমায় হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেবো না

দ্বিজ দাসের এই ভাবনা
মানব জনম আর হবে না
দ্বিজ দাসের এই ভাবনা
মানব জনম আর হবে না
তোমায় ভজলে হরি বংশীধারী নিদয় হয়ো না
তোমায় ভজলে হরি বংশীধারী নিদয় হয়ো না-না-না-না
ছেড়ে দেবো না
তোমায় হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেবো না
তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেবো না
আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না
ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না
তোমায় ছেড়ে দেবো না
তোমায় হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেবো না
তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেবো না
তোমায় হৃদমন্দিরে রাখবো, ছেড়ে দেবো না
তোমায় হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেবো না

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar