সকরুণ বেণু বাজায়ে কে যায়
কে যায় বিদেশী নায়ে
সকরুণ বেণু বাজায়ে কে যায়
কে যায় বিদেশী নায়ে
তাহারি রাগিণী লাগিল, লাগিল গায়ে
সে সুর বাহিয়া ভেসে আসে কার
সুদূর বিরহবিধুর হিয়ার অজানা বেদনা
সাগরবেলার অধীর বায়ে, বনের ছায়ে
সকরুণ বেণু বাজায়ে কে যায়
কে যায় বিদেশী নায়ে
♪
তাই শুনে আজি বিজন প্রবাসে হৃদয়মাঝে
শরৎশিশিরে ভিজে ভৈরবী নীরবে বাজে
তাই শুনে আজি বিজন প্রবাসে হৃদয়মাঝে
শরৎশিশিরে ভিজে ভৈরবী নীরবে বাজে
ছবি মনে আনে আলোতে ও গীতে
যেন জনহীন নদীপথটিতে
কে চলেছে জলে কলস ভরিতে
অলস পায়ে বনের ছায়ে
সকরুণ বেণু বাজায়ে কে যায়
কে যায় বিদেশী নায়ে
সকরুণ বেণু বাজায়ে কে যায়
কে যায় বিদেশী নায়ে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri