সেদিন দু'জনে দুলেছিনু বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা
সেদিন দু'জনে দুলেছিনু বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা
সেই স্মৃতিটুকু কভু খনে খনে
যেন জাগে মনে, ভুলো না
ভুলো না, ভুলো না
সেদিন দু'জনে দুলেছিনু বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা
♪
সেদিন বাতাসে ছিল তুমি জানো
আমারি মনের প্রলাপ জড়ানো
সেদিন বাতাসে ছিল তুমি জানো
আমারি মনের প্রলাপ জড়ানো
আকাশে আকাশে আছিল ছড়ানো
তোমার হাসির তুলনা, ভুলো না
ভুলো না, ভুলো না
সেদিন দু'জনে দুলেছিনু বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা
♪
যেতে যেতে পথে পূর্ণিমারাতে
চাঁদ উঠেছিল গগনে
দেখা হয়েছিল তোমাতে আমাতে
কী জানি কী মহা লগনে
চাঁদ উঠেছিল গগনে
এখন আমার বেলা নাহি আর
বহিব একাকী বিরহের ভার
এখন আমার বেলা নাহি আর
বহিব একাকী বিরহের ভার
বাঁধিনু যে রাখী পরানে তোমার
সে রাখী খুলো না, খুলো না, ভুলো না
ভুলো না, ভুলো না
সেদিন দু'জনে দুলেছিনু বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা
সেই স্মৃতিটুকু কভু খনে খনে
যেন জাগে মনে, ভুলো না
ভুলো না, ভুলো না
সেদিন দু'জনে দুলেছিনু বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri