তুমি উষার সোনার বিন্দু প্রাণের সিন্ধুকূলে
তুমি উষার সোনার বিন্দু
শরৎ-প্রাতের প্রথম শিশির প্রথম শিউলিফুলে
তুমি উষার সোনার বিন্দু
♪
আকাশপারের ইন্দ্রধনু ধরার পারে নোওয়া
নন্দনেরই নন্দিনী গো চন্দ্রলেখায় ছোঁওয়া
প্রতিপদে চাঁদের স্বপন শুভ্র মেঘে ছোঁওয়া
স্বর্গলোকের গোপন কথা মর্তে এলে ভুলে
তুমি উষার সোনার বিন্দু
♪
তুমি কবির ধেয়ান-ছবি পূর্বজনম-স্মৃতি
তুমি আমার কুড়িয়ে পাওয়া হারিয়ে-যাওয়া গীতি
তুমি কবির ধেয়ান-ছবি পূর্বজনম-স্মৃতি
তুমি আমার কুড়িয়ে পাওয়া হারিয়ে-যাওয়া গীতি
যে কথাটি যায় না বলা কইলে চুপে চুপে
তুমি আমার মুক্তি হয়ে এলে বাঁধনরূপে
তুমি আমার মুক্তি হয়ে এলে বাঁধনরূপে
অমল আলোর কমলবনে ডাকলে দুয়ার খুলে
তুমি উষার সোনার বিন্দু প্রাণের সিন্ধুকূলে
তুমি উষার সোনার বিন্দু
শরৎ-প্রাতের প্রথম শিশির প্রথম শিউলিফুলে
তুমি উষার সোনার বিন্দু
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri