কৃষ্ণ-প্রেমে পোড়া দেহ
কী দিয়ে জুড়াই বলো, সখী
কী দিয়ে জুড়াই বলো, সখী
কৃষ্ণ-প্রেমে পোড়া দেহ
কী দিয়ে জুড়াই বলো, সখী
কী দিয়ে জুড়াই বলো, সখী
কে বুঝবে অন্তরের ব্যথা
কে বুঝবে অন্তরের ব্যথা
কে মুছাবে আঁখি?
কী দিয়ে জুড়াই বলো, সখী
কী দিয়ে জুড়াই বলো, সখী
যে দেশেতে আছে আমার বন্ধু চাঁদ কালা
সে দেশেতে যাবো নিয়ে সুরের মালা
যে দেশেতে আছে আমার বন্ধু চাঁদ কালা
সে দেশেতে যাবো নিয়ে সুরের মালা
নগর-গাঁয়ে ঘুরবো আমি
নগর-গাঁয়ে ঘুরবো আমি
যোগিনী বেশ ধরি
কী দিয়ে জুড়াই বলো, সখী
কী দিয়ে জুড়াই বলো, সখী
কালাচাঁদকে হারাইয়ে হইলাম যোগিনী
কত দিবা-নিশি গেল, কেমনে জুড়াই আঁখি?
কালাচাঁদকে হারাইয়ে হইলাম যোগিনী
কত দিবা-নিশি গেল, কেমনে জুড়াই আঁখি?
লালন বলে, "যুগল চরণ"
লালন বলে, "যুগল চরণ
আমার ভাগ্যে হবে কি?"
কী দিয়ে জুড়াই বলো, সখী
কী দিয়ে জুড়াই বলো, সখী
কৃষ্ণ-প্রেমে পোড়া দেহ
কী দিয়ে জুড়াই বলো, সখী
কী দিয়ে জুড়াই বলো, সখী
কী দিয়ে জুড়াই বলো, সখী
কী দিয়ে জুড়াই বলো, সখী
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri