Kishore Kumar Hits

Rabindranath Tagore - Tora Je Ja Bolish Bhai şarkı sözleri

Sanatçı: Rabindranath Tagore

albüm: Rabindra Sangeet Vol. 01


তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই
মনোহরণ চপলচরণ সোনার হরিণ চাই
আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই
তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই

সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায়, যায় না তারে বাঁধা
সে যে নাগাল পেলে পালায় ঠেলে, লাগায় চোখে ধাঁদা
সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায়, যায় না তারে বাঁধা
সে যে নাগাল পেলে পালায় ঠেলে, লাগায় চোখে ধাঁদা
আমি ছুটব পিছে মিছে মিছে পাই বা নাহি পাই
আামি আপন-মনে মাঠে বনে উধাও হয়ে ধাই
আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই
তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই

আমার যা ছিল তা গেল ঘুচে যা নেই তার ঝোঁকে
আমার ফুরোয় পুঁজি, ভাবিস, বুঝি মরি তারি শোকে?
আমার যা ছিল তা গেল ঘুচে যা নেই তার ঝোঁকে
আমার ফুরোয় পুঁজি, ভাবিস, বুঝি মরি তারি শোকে?
আমি আছি সুখে হাস্যমুখে, দুঃখ আমার নাই
আমি আপন-মনে মাঠে বনে উধাও হয়ে ধাই
আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই
তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar