Kishore Kumar Hits

Rabindranath Tagore - Aha Aj ee A Bashante şarkı sözleri

Sanatçı: Rabindranath Tagore

albüm: Rabindra Sangeet Vol. 01


আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে
এত বাঁশি বাজে, এত পাখি গায়
আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে
এত বাঁশি বাজে, এত পাখি গায়
আহা, আজি এ বসন্তে

সখীর হৃদয় কুসুম-কোমল
কার অনাদরে আজি ঝরে যায়
কেন কাছে আস, কেন মিছে হাস
কাছে যে আসিত সে তো আসিতে না চায়
আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে
এত বাঁশি বাজে, এত পাখি গায়
আহা, আজি এ বসন্তে

সুখে আছে যারা, সুখে থাক তারা
সুখের বসন্ত সুখে হোক সারা
দুখিনী নারীর নয়নের নীর
সুখী জনে যেন, যেন দেখিতে না পায়
তারা দেখেও দেখে না
তারা বুঝেও বোঝে না
তারা ফিরেও না চায়
আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে
এত বাঁশি বাজে, এত পাখি গায়
আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে
এত বাঁশি বাজে, এত পাখি গায়
আহা, আজি এ বসন্তে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar