Re Dhun - Purono kotha şarkı sözleri
Sanatçı:
Re Dhun
albüm: Roj Roj
কোথাও আজ মেঘ জমেছে
কোথাও আজ আঁধার নেমেছে
কোথাও আজ মেঘ জমেছে
কোথাও আজ আঁধার নেমেছে
রেখেছে কে খবর
কারো আজ মন খারাপ হয়েছে
কোথাও আজ মেঘ জমেছে
কোথাও আজ আঁধার নেমেছে
খুজে ফিরি চারপাশে
পথ হারানোর পথটারে
খুজে ফিরি চারপাশে
পথ হারানোর পথটারে
মন খারাপের দল থেকে দলছুট হব বলে
কোথাও আজ মেঘ জমেছে
কোথাও আজ আঁধার নেমেছে
দূর বহুদুরে চাইলে হারিয়ে যেতে
মন খারাপের মেঘগুলো ছুটবে পিছু পিছু
কোথাও আজ মেঘ জমেছে
কোথাও আজ আঁধার নেমেছে
রেখেছে কে খবর
কারো আজ মন খারাপ হয়েছে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri