আমি একলা মানুষ দোকলা খুজি,
ভীষন ব্যথার চোটে লো ভীষন ব্যথার চোটে,
তুমি দোকলা মানুষ একলা হবা
কষ্টে নিশি কাটে লো কষ্টে নিশি কাটে,
আমার আছে কোসা নাও,
যদি তুমি চড়তে চাও,
আমার আছে কোসা নাও,
যদি তুমি চড়তে চাও,
তোমারে লইয়া যামু
ঝিনাই নদীর ঘাটে লো ঝিনাই নদীর ঘাটে,
আমি একলা মানুষ দোকলা খুজি,
ভীষন ব্যথার চোটে লো ভীষন ব্যথার চোটে,
তুমি দোকলা মানুষ একলা হবা
কষ্টে নিশি কাটে লো কষ্টে নিশি কাটে...
নৌকা দোলে তাল বেতালে
বন্ধু তোমার দেখা নাই,
উদাস জলে তোমায় বিনে
কেমনে সুখের নাগাল পাই,
নৌকা দোলে তাল বেতালে
বন্ধু তোমার দেখা নাই,
উদাস জলে তোমায় বিনে
কেমনে সুখের নাগাল পাই,
সুখের নাগাল পাইতে হলে
ভাসি চলো নয়া জলে,
নদীর কুলে গড়ি চলো
নতুন মাঝির ভিটে লো, নতুন মাঝির ভিটে,
আমি একলা মানুষ দোকলা খুজি,
ভীষন ব্যথার চোটে লো ভীষন ব্যথার চোটে,
তুমি দোকলা মানুষ একলা হবা
কষ্টে নিশি কাটে লো কষ্টে নিশি কাটে...
তোমার কান্দে বালিশ, কান্দে কাঁথা,
কান্দে বিছানার চাদর,
ঘুমাইলে আমার কোলে,
পাইবা জনমের আদর,
কান্দে বালিশ, কান্দে কাঁথা,
কান্দে বিছানার চাদর,
ঘুমাইলে আমার কোলে,
পাইবা জনমের আদর,
আদরের রো টানে সখি, চলো করি মাখা মাখি,
দুজনার প্রেম পিরিতি
যাক না দেশে রটে লো যাক না দেশে রটে,
আমি একলা মানুষ দোকলা খুজি,
ভীষন ব্যথার চোটে লো ভীষন ব্যথার চোটে,
তুমি দোকলা মানুষ একলা হবা
কষ্টে নিশি কাটে লো কষ্টে নিশি কাটে,
আমার আছে কোসা নাও,
যদি তুমি চড়তে চাও,
আমার আছে কোসা নাও,
যদি তুমি চড়তে চাও,
তোমারে লইয়া যামু
ঝিনাই নদীর ঘাটে লো, ঝিনাই নদীর ঘাটে,
আমি একলা মানুষ দোকলা খুজি,
ভীষন ব্যথার চোটে লো ভীষন ব্যথার চোটে,
তুমি দোকলা মানুষ একলা হবা
কষ্টে নিশি কাটে লো কষ্টে নিশি কাটে...
Student of Begum Rokeya University, Rangpur
Поcмотреть все песни артиста