Kishore Kumar Hits

missing link - Kritodasi Maa şarkı sözleri

Sanatçı: missing link

albüm: Kaktarua


...
গর্ভের ভ্রুণ চায় একটু আগুন
শিশু হবে যুদ্ধ বিলাসী
মাতৃত্বের দায়ে পেয়েছিল অসহায়
চোদ্দ আনায় কেনা দাসী
কৃতদাসী
লাল মতে বিলাশীতা আমোদে
...
অবঘন জন্মা তবু বিষ প্রজনন মা
রাজার শাস্তি চাই
শাস্তি চাই
কৃতদাসী মা
...
একবার বিদায় দে মা যুদ্ধে যাই
কৃতদাসী মা
...
একবার বিদায় দে মা যুদ্ধে যাই
...
পেয়েছি মৃত্যু বাণ
মৃগ নাভীর ঘ্রাণ
রাজা খোজে সোনার হরিণে
কাল কুঠুরীর ঘরে কৃতদাসী কেঁদে মরে
নির্বাসনের কালো দিনে
কালো দিনে
দাসীর পুত্র আমি রাজদ্রোহী আসামী
হারিয়েছি শৈশব
দাসত্বের চালপিঠে চাবুকের কালশিটে
পোড়াবো শাসকের শব
শাসকের শব
কৃতদাসী মা
আর সইছি না
একবার বিদায় দে মা
আনি বিল্পব
কৃতদাসী মা
আর সইছি না
একবার বিদায় দে মা
আনি বিল্পব
...
চর্তুদ্দশী কুমারী দাসী রাজার বাড়ি
চোদ্দ আনার বিনিময়
দাসীর গর্ভে যে শিশুটা বাড়বে
কি হবে তার পিতার পরিচয়
পরিচয়
চাইনা পক্ষীরাজ যুবরাজের সাজ
চাই এক নিশিদ্ধ বোমা
রাজার কালো হাত
কলঙ্ক অপবাদ
পুড়িয়ে দেবোই দেবো মা
দেবো মা
কৃতদাসী মা
কলঙ্কিনী না
একবার বিদায় দে মা
নেই ক্ষমা
কৃতদাসী মা
কলঙ্কিনী না
একবার বিদায় দে মা
নেই ক্ষমা
কৃতদাসী মা
কলঙ্কিনী না
একবার বিদায় দে মা
নেই ক্ষমা
কৃতদাসী মা
কলঙ্কিনী না
একবার বিদায় দে মা
নেই ক্ষমা
...

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar